আ.জা. স্পোর্টস:
শুক্রবার রাতের পর থেকে সুইস ফুটবলারের একটা নাম যেন ফুটবলপ্রেমীদের আচ্ছন্ন করে রেখেছে। তিনি ইয়ান সামার। স্পেনের বিপক্ষে শেষ আটের ম্যাচটিতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন এই সুইস গোলকিপার। প্রতিপক্ষের স্প্যানিশ সৈন্যরা একের পর এক কামান দাগছে আর সেসব আক্রমণের সামনে দেয়াল তুলে দাঁড়িয়ে ইয়ান সমার। তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমনও। এ বছরের ইউরোর শুরুটা একবারে ভালো করতে পারেনি স্পেন। প্রথম দুই ম্যাচে হতাশাজনক ড্রয়ের পরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় লুইস এনরিকের দলকে। সেই স্পেন এবার পেনাল্টিতে জিতে সেমিফাইনালে উঠে গেছে। পুরো ম্যাচে একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেওয়া সুইস গোলকিপার সামার পেনাল্টিতে দলকে জেতাতে পারেননি। অন্যদিকে পেনাল্টিতে ফ্যাবিয়েন স্কার এবং ম্যানুয়েল আকাঞ্জির শট আটকে দেন স্প্যানিশ গোলকিপার সিমন। ম্যাচ শেষে ইয়ান সামারের প্রশংসায় পঞ্চমুখ হন সিমন, ‘একটু বেশিই আনন্দ করেছি আমি। তবে আমার শরীর যতটুকু চেয়েছে ততটাই। যেমন আগের ম্যাচের ভুলগুলো ভুলে যেতে হয়, তেমনই এই জয়ের আনন্দও ভুলে সেমিফাইনালে নামতে হবে। সত্যি বলতে, আমি হলে ম্যাচের সেরার পুরস্কার তুলে দিতাম সামারের হাতে। সে ছিল অসাধারণ। সেমিফাইনালে তরতাজা হয়ে নামতে হবে। ইউরো জিততে হলে নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে।