নিজস্ব সংবাদদাতা : প্রতি বছরের ন্যায় জামালপুর সরকারি শিশু পরিবার বালকে ৯৫ জন সুবিধাবঞ্চিত ও এতিমদের ঈদের পোষাক উপহার দিলেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
গত শনিবার ১৫ এপ্রিল বিকালে জামালপুর সরকারি শিশু পরিবার বালক মাঠে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর পক্ষ থেকে এ ঈদ উপহার তুলে দেওয়া হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, কাউন্সিলর বিজু আহমেদ, জামালপুর কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিএম রাজন প্রমূখ।