আ.জা. বিনোদন:
ক্যারিয়ারের প্রথম দুটি চলচিত্রই মুক্তিযুদ্ধের গল্প নিয়ে। শায়লা রহমান তিথির প্রযোজনা ও পরিচালনায় মুক্তিযুদ্ধের গল্পভিত্তিক চলচিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক সম্প্রতি সেন্সরে জমা পড়েছে। এ ছবিতে অন্যতম একটি চরিত্রে কাজ করেছেন নুপুর হোসেইন রানী। নুপর বলেন,‘এখন মাধ্যম তো অনেক, তাই গুণী নির্মাতাদের ভাল কিছু কাজ করতে চাই। তবে অনেকেই ভাবেন অফট্র্যাকের ছবিতে কাজ করলে বোধহয় ফ্যান্টাসি মুভিতে নেয়া যাবে না। এই ধারণাটা ভাঙা উচিত। আমি ক্যারিয়ারে একেবারের নিজের পরিশ্রমে উঠে এসেছি।আমার কোনো গডফাদার নেই। নিজের অভিনয়, নিষ্ঠা থেকেই আমার আজকের এই শিল্পী হয়ে ওঠা। একটা ভাল কাজ দিয়েই আরেকটি কাজ হাতে পেয়েছি। কখনওই কোনো লবিং আমার জন্য কেউ করেনি। বা চাইনি। সেদিক দিয়ে এই ছবিটি আমার জন্য অন্যতম একটি টার্নিং পয়েন্ট। কারণ এই ছবিতে গল্পটাই নায়ক। গল্পটাই নায়িকা। আশা করছি ছবিটি নিয়ে আমার যে প্রত্যাশা, দর্শকেরা সেই জবাব দেবেন তাদের ভালবাসা দিয়ে।’