Thursday, September 28, 2023
Homeশেরপুরসোনাইমুড়িতে হেযবুত তওহীদের সদস্য হত্যাকান্ডের দ্রুত বিচার দাবীতে শেরপুরে সংবাদ সম্মেলন

সোনাইমুড়িতে হেযবুত তওহীদের সদস্য হত্যাকান্ডের দ্রুত বিচার দাবীতে শেরপুরে সংবাদ সম্মেলন

শেরপুর সংবাদদাতা : ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার চাষির হাটের পোরকরা গ্রামে একটি ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী, সন্ত্রাসী গোষ্ঠীর মিথ্যা গুজব রটিয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যা, বাড়িঘর লুটপাট, অগ্নি সংযোগের ঘটনায় দীর্ঘ ৭ বছরেও বিচারকার্য সম্পন্ন না হওয়ায় ১৮ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা শহরের নিউমার্কেট ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ শেরপুর জেলা শাখার সভাপতি মুমিনুর রহমান পান্নার সভাপতিত্বে এসময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, তাদের ৭ দফা দাবী অনুযায়ী ২০১৬ সালের ১৪ মার্চ সোনাইমুড়ি হত্যাকান্ড, হেযবুত তওহীদের এমামের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট এবং প্রকাশ্যে তাদের দুই সদস্যকে জবাই করে হত্যার ঘটনায় জড়তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। হামলাকারীদের অনেকের নাম চার্জশীটে আনা হয়নি, তাদের নাম চার্জশীটে অন্তর্ভূত করতে হবে। উগ্রবাদী সন্ত্রাসীদের মিথ্যা হ্যান্ডবিল অপপ্রচার এবং মিথ্যা হ্যান্ড বিল বাজেয়াপ্ত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়াও তাদের কর্মীদের নানাভাবে নির্যাতন এবং হেযবুত তওহীদ সংগঠনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ৭ দফা দাবী উল্লেখ্য করা হয় সংবাদ সম্মেলনে। এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে হেযবুত তওহীদ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ লুৎফর রহমান সাদীব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহফিজুর রহমান আলিফ, জেলা রাজনৈতিক সম্পাদক মো. সুমন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আতাউর কবির এনামুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments