Thursday, June 8, 2023
Homeখেলাধুলাসোহানের প্রশংসা করে যা বললেন ডোনাল্ড

সোহানের প্রশংসা করে যা বললেন ডোনাল্ড

জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টিতে জাতীয় দলের নেতৃত্ব পেয়েছেন সোহান। প্রথম ম্যাচে দল হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন টাইগাররা। জয় পাওয়া ম্যাচে সোহানকে ব্যাটিংয়ে নামতে হয়নি। তবে প্রথম ম্যাচে তার বিস্ফোরক ইনিংস দোলা দিয়েছে অনেকের মনে। ২৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যেখানে চার ছিল ১টি, ছক্কা ৪টি।

সোহানের এমন ইনিংসের প্রশংসা করেছেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ডেরও। তার ব্যাটিং পাওয়ার ও কম্পোজার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মিস করবেন ডোনাল্ড। সঙ্গে অধিনায়কত্বও রয়েছে।

সোমবার হারারেতে শিষ্যকে প্রশংসা করে ডোনাল্ড বলেন, সোহানের সঙ্গে সকালে ব্রেকফাস্ট টেবিলে দেখা হয়েছিল। তার আঙুল স্প্লিন্ট দিয়ে বাঁধা ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সতর্কতার জন্য এটি ব্যবহার করেছে কিনা— ও বলল, ‘নাহ। দুর্ভাগ্যজনক একটা চিড় ধরা পড়েছে।’

তিনি বলেন, তার জন্য খারাপ লাগছে। এ মুহূর্তে দারুণ ক্রিকেট খেলছিল সে। বলগুলোকে ভালো মারছিল, কিপিং দারুণ করছিল। অধিনায়ক হিসেবে দুই ম্যাচে সে তার ছাপ রেখেছে। এমনভাবে নিজের নতুন ভূমিকায় মানিয়ে নিয়েছে মনে হয়েছে, এর আগে ২০ বা ৩০ ম্যাচে সে অধিনায়ক ছিল।

তিনি আরও বলেন, তাকে মিস করব। তিন সপ্তাহের জন্য মাঠে বাইরে সে। আশা করছি তাকে এশিয়া কাপে ফিরে পাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments