আ.জা. আন্তর্জাতিক:
প্রথমবারের মতো সৌদি আরবের দুটি মসজিদের পরিচালনা কমিটিতে শীর্ষ নেতৃত্বের পদে নিয়োগ পেয়েছেন দুই নারী। রোববার দেশটির গ্র্যান্ড মসজিদের ইমাম ডক্টর আবদুর রহমান আল সুদাইস এই ঘোষণা দেন। পরিচালনা কমিটির প্রেসিডেন্টের সাথে সমজিদের উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে কাজ করবেন তারা। পাশাপাশি নারীদের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন তারা। দেশটির দুটি মসজিদে নারীদের চলাফেরায় সহযোগিতা করতে ৩শ’র বেশি নারীকে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে গত আগস্টে প্রেসিডেন্সি কমিটিতে কর্মকর্তা পদে ১০ নারীকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।