Thursday, September 28, 2023
Homeজামালপুরসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইসলামপুরের প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইসলামপুরের প্রবাসীর মৃত্যু

ওসমান হারুনী : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রজব আলী (৪৪) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৯টার দিকে সৌদি আরবের পূর্ব প্রদেশের রাজধানী দামাম শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজব আলী জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ওয়াহেদ প্রমানিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ। নিহতের সহোদর ছোট ভাই সৌদি প্রবাসী সুমন মিয়া জানান, আমার ভাই আল হাজিয়া কোম্পানিতে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী হিসেবে দীর্ঘ ৬বছর থেকে কর্মরত আসেন। প্রতিদিনের মতো আজ সকালেও কাজে বের হলে পেছন থেকে আসা দ্রুতঘামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনার স্থলেই তার মৃত্যু হয়। চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ জানান, সামনের মাসেই (মার্চ) ছুটি কেটে বাড়িতে আসার কথা ছিল। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রজব আলীর সংসারে বৃদ্ধা মা, স্ত্রী ও ৮ বছরের এক ছেলে এবং ৬ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments