Wednesday, September 22, 2021
Home আন্তর্জাতিক স্কুলে হাত বোমা ফাটাল শিক্ষার্থী, আহত ৫

স্কুলে হাত বোমা ফাটাল শিক্ষার্থী, আহত ৫

আ. জা. আন্তর্জাতিক :

যুক্তরাষ্ট্রের মিশিগানে এক স্কুলের শিক্ষার্থী ঘরে তৈরি করেন হাত বোমা। তা শ্রেণিকক্ষে আনলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ১৬ বছর বয়সী ওই ছাত্রসহ তার চার সহপাঠী আহত হয়েছে বলে সিএনএন খবর প্রকাশ করেছে। খবরে আরও বলা হয়, স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। মিশিগানের পুলিশ এক টুইটে বার্তায় জানায়, শ্রেণিকক্ষে বিস্ফোরণের খবর পেয়ে সকাল ৮টা ৫২ মিনিটে পশ্চিম-মধ্য মিশিগানের নিওয়েগো হাইস্কুলে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের তৈরি বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে গেছে। বাড়িতে বানানো বিস্ফোরকটি শ্রেণিকক্ষে নিয়ে এসেছিল সে। শ্রেণিকক্ষের ভেতরে বিস্ফোরণের পর জরুরি সহায়তা নম্বরে স্কুল কর্তৃপক্ষের ফোন পেয়ে দ্রুত স্কুলে হাজির হন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী ও তার আশপাশে থাকা চার সহপাঠী আহত হয়। বাকি শিক্ষার্থীদের স্কুলের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের পরপরই নিওয়েগো কাউন্টির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত নিশ্চিত হওয়ার পর স্কুলগুলো খুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পর মিশিগান রাজ্য পুলিশের মুখপাত্র মিশেল রবিনসন সিএনএনকে বলেন, ওই শিক্ষার্থীর কোনো অসৎ উদেশ্য ছিল না। ইচ্ছাকৃতভাবে এ ঘটনা সে ঘটায়নি। কোন ধরনের উপাদান ব্যবহার করে এ বোমা বানানো হয়েছে, সেটি তদন্ত করা হচ্ছে। এজন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

ময়মনসিংহে লোডশেডিং দেড়শ’ মেগাওয়াট : নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মতবিনিময়

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ : দীর্ঘদিন পর লকডাউন তুলে নেয়ার পর ময়মনসিংহের ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও প্রতিদিন অসংখ্য বার...

ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব: মোস্তাফা জব্বার

ময়মনসিংহ ব্যুরো : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব।জনগণকে ডিজিটাল প্রযুক্তির...

সরিষাবাড়ীতে নিখাই গ্রামে গণপাঠাগার উদ্বোধন

আসমাউল আসিফ: জামালপুরের সরিষাবাড়ীতে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার’ এই শ্লোগানে সুর সম্রাট আব্বাস উদ্দিনের স্মৃতি বিজড়িত নিখাই...

সংক্রমন বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

আসমাউল আসিফ: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেছেন, গত বছরের মার্চ মাস থেকে করোনা সংক্রমনের কারনে পাঠদান বন্ধ ছিল,...

Recent Comments