আ.জা. ডেক্স:
টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে খুন করে এক ব্যক্তি পুলিশে খবর দিয়েছেন বলে জানা গেছে। গত শনিবার রাতে উপজেলার পন্ডিতকাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (২৮)। তিনি পন্ডিতকাছড়া গ্রামের শামসুল হকের ছেলে। আমিনুল পেশায় একজন অটোচালক। আর আমিনুলের স্ত্রীর নাম মিনারা বেগম (২২)। সে উপজেলার জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা গ্রামের মুন্নাফ মিয়ার মেয়ে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুই বছর আগে আমিনুল ও মিনারার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে গত শনিবার রাত আটটার দিকে আমিনুল তার স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ হত্যা করে। পরে সে হত্যার ঘটনাটি নিজেই ঘাটাইল থানার পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনারা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।