Monday, June 5, 2023
Homeঅর্থনীতি‘স্বপ্ন’ এখন দক্ষিণ কেরানীগঞ্জে

‘স্বপ্ন’ এখন দক্ষিণ কেরানীগঞ্জে

দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে রিটেইল চেইন শপ স্বপ্নের নতুন একটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে নতুন এ আউটলেটটির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শুভাড্ডা ইউনিয়ন সভাপতি হাজী মো. বাছের উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- হাজী মো. নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল শেখ (ইনভেস্টর), বিল্পব চন্দ্র দাস (ইনভেস্টর), মো. আলাউদ্দিন (ইনভেস্টর), মো. এনামুল হক সবুজ (ইনভেস্টর)।


আরও উপস্থিত ছিলেন স্বপ্নের হেড অব বিজনেস এক্সপেনশন মো. শামছুজ্জামান, রেজিওনাল সেলস ম্যানেজার মো. এস এম কাজিম।

‘স্বপ্ন’র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানকার মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে এ আউটলেটে।

নতুন এই আউটলেটের ঠিকানা : হাউজ ০১, রোড ০১, অলিনগর পারভীন কমিউনিটি সেন্টার, তেল ঘাট দক্ষিণ কেরানীগঞ্জ ।


আউটলেটের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারি সেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments