Friday, March 31, 2023
Homeঅর্থনীতি‘স্বপ্ন’ এখন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে

‘স্বপ্ন’ এখন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড রোডে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—তোসাদ্দেক হোসেন খান টিটো (সি আই পি), পরিচালক, এফবিসিসিআই, স্বপ্নর হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, রিজিওনাল ম্যানেজার অফ অপারেশন সাজিদ আহমেদ, ম্যানেজার প্রজেক্ট ডেভেলপমেন্ট মেহেদী হাসান রাহাত ও আউটলেট অপারেশন ম্যানেজার মাসুদুর রহমানসহ অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৫১টি জেলায়। মানিকগঞ্জের নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত করবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।

স্বপ্নর অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

স্বপ্নর ২৯৩ তম আউটলেট এটি। নতুন এ আউটলেটের ঠিকানা: সিটি সেন্টার, ১৬/ঢাকা -আরিচা হাইওয়ে রোড,মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, মানিকগঞ্জ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments