রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিপ্লব করেছিলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের এক বিস্ময়কর অগ্রযাত্রায় ধাবিত হচ্ছে। কিন্তু স্বাধীনতাবিরোধী অপশক্তি আজ অপপ্রচারে লিপ্ত। তাতে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ডাকে এ দেশের সাধারণ মানুষ সংগ্রামে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন। যারা মুক্তিযুদ্ধে আত্মহুতি দিয়েছেন তাদের ত্যাগ ও আদর্শের কথা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আজ তার কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড মো. সুলতান-উল-ইসলাম বলেন, আজকের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি। কিন্তু আমরা তখন সেই বিজয়ের আনন্দ করতে পারিনি। কারণ তখনো বঙ্গবন্ধু জেলে আটক ছিলেন। আমরা আজ নানাভাবে স্বাধীনতা আয়োজন করছি। কিন্তু এখনো অপশক্তিরা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এখন অপপ্রচার করা হয় যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এমন অপপ্রচার আমাদের রোধ করতে হবে।
উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে প্রমুখ।
এর আগে সকাল ৭.১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন হল ইউনিট, ছাত্র সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ১০টায় সাবাস বাংলাদেশ চত্বরে বিজয় দিবসের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হবে।