আ.জা. আন্তর্জাতিক:
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন।বাংলাদেশ হাইকমিশন, লন্ডন থেকে ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণকে তাঁর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করেছেন। ব্রিটেনের রানি গতকাল মঙ্গলবারও বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তি গভীর বন্ধুত্বের ও সৌহার্দ্যে ৫০ বছর আগের মতো আজও অটুট রয়েছে। বার্তায় বৈশ্বিক মহামারি মোকাবিলা করে আগামী দিনগুলো আবারো সুন্দর হয়ে উঠবে বলে আশাবাদ জানান ব্রিটেনের রানি।