ওসমান হারুনী:
বাংলাদেশ এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী:“স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদ্যাপন-২০২১ উপলক্ষে জেলার ইসলামপুর উপজেলায় সেমিনার, দুই দিন ব্যাপি উন্নয়ন মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার জনতামাঠ প্রাঙ্গণে সেমিনার, উন্নয়ন মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.এ.এম আবু তাহের,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.ছানোয়ার হোসেন,উপজেলা কৃষি অফিসার এ.এল.এম রেজুয়ান ও উপজেলা প্রকৌশলী আমিনুল হকসহ আরো অনেকেই। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়নের তথ্য উপাত্তসহ উপজেলা সকল দপ্তরের ৩৭টি স্টলে প্রয়োজনীয় সাজ সজ্জা প্রদর্শন করে প্রথম হয় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যৌথ ভাবে দ্বিতীয় হয় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। তৃতীয় স্থান অধিকার করে উপজেলা কৃষি অফিস,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যৌথ ভাবে ৪র্থ স্থান হয় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও উপজেলা ভূমি অফিস।