Wednesday, June 29, 2022
Homeবিনোদনস্বাধীনতার ৫০ বছর পূর্তিতে গাজীপুর মাতাবেন জেমস

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে গাজীপুর মাতাবেন জেমস

আ. জা. বিনোদন:

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ভক্তদের মুখামুখি হতে পারেননি নগর বাউল জেমস। প্রায় এক বছর পর গত মাস থেকে কনসার্টে অংশ নেওয়া শুরু করেছেন তিনি। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে শুক্রবার গাজীপুরের রাজবাড়ি মাঠে বিশেষ একটি কনসার্টে অংশ নেবেন জেমস। এ কনসার্টের আয়োজন করেছে গাজীপুর সিটি করপোরেশন। মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তত্ত¡াবধানে আয়োজিত এ কনসার্টের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। আনজাম মাসুদ জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বিকাল ৩টায় সাংস্কৃতিক পর্বে জেমস অংশ নেবেন। অনুষ্ঠানে সংগীতশিল্পী সালমাও গান গাইবেন বলে জানা গেছে। বর্তমানে নগরবাউলের লাইনআপে রয়েছেন ভোকাল ও গিটারে জেমস, ড্রামসে আহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেস গিটারে তালুকদার সাব্বির, কিবোর্ডে খোকন চক্রবর্তী এবং ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments