স্বাধীনতা তুমি,
বঙ্গবন্ধুর ৭ই মার্চের বজ্র কন্ঠের সেই ভাষন
খোকা আসবে বলে, মায়ের সেই হাসি যখন।
স্বাধীনতা তুমি,
বসন্তেরই শিমুল পলাশ ফুটার দিনগুলি
গ্রীষ্মের সেই অগ্নি ঝরা দিনগুলি মোর।
স্বাধীনতা তুমি,
নজরুলের সেই অগ্নিবীনা কিংবা বিষের বাঁশি
জসীম উদ্দিনের সেই নকশী কাঁথা কিংবা এক পয়সার বাঁশি
স্বাধীনতা তুমি,
মাঠে রাখালের গলা ছেড়ে উদাস দুপুরে গান গাওয়া
ছেলে মেয়ে সবার জন্য তুমি স্কুলে যাওয়া।
স্বাধীনতা তুমি,
ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা
যাকে খুশী তাকে ভোট দেওয়া,
স্বাধীনতা তুমি,
রবী ঠাকুরের লেখা “আমার সোনার বাংলা”
জহির রায়হানের সেই জীবন থেকে নেয়া
স্বাধীনতা তুমি,
একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করা
পূর্ব দিগন্তে সেই সূর্য উঠা।
স্বাধীনতা তুমি,
যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা কিংবা
ছেলে হারা মায়ের সারা জীবনের কান্না।
স্বাধীনতা তুমি,
কোন প্রেমিকার আজীবন প্রতীক্ষায় থাকা,
মত প্রকাশের স্বাধীনতা নিয়ে
যেমন খুশি লিখতে পারি যেন
আমার কবিতা।