আ. জা. বিনোদন:
দীর্ঘদিন সংস্কৃতি চর্চায় অসামান্য অবদানের জন্য ‘স্বাধীনতা পুরস্কার-২০২১’ পাচ্ছেন কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। তার এই স্বীকৃতির খবরে সংগীতাঙ্গন তথা সংস্কৃতি অঙ্গনে আনন্দ বইছে। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ারকে। এই স্বীকৃতি প্রাপ্তির অনুভ‚তি কেমন? উত্তরে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘রাষ্ট্র যখন স্বীকৃতি দেয় তখন তার মতো আনন্দের আর কিছু হয় না। খুব ভালো লাগে। মনে হয় যে দেশের জন্য কিছু হলেও করতে পেরেছি। একজন নাগরিক হিসেবে দেশের প্রতি দায়িত্ব পালনের তাগিদটা আরও বেড়ে যায়।’ তিনি আরও বলেন, ‘হয়তো দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে পেরেছি বলেই এই পুরস্কারের জন্য আমাকে মনোনীত করা হয়েছে। দেশের স্বাধীনতা অর্জনে আমার গানের বাণী হয়তো ভ‚মিকা রেখেছিল। এই পুরস্কারে আমাকে সত্যি অনেক আনন্দিত করেছে। সবাইকে কৃতজ্ঞতা। যারা আমার এই স্বীকৃতি পাওয়ার খবরে আনন্দ পেয়েছেন তাদের জন্য ভালোবাসা। দেশকে ভালোবাসুন। দেশের জন্য নিবেদিত থাকুন।’ রোববার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়ার জন্য ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গাজী মাজহারুল আনোয়ার ছাড়াও এবার সংস্কৃতিতে নাট্যজন আতাউর রহমানসহ আর সাতজন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরহুম এ কে এম বজলুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু; বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মুন্ময় গুহ নিয়োগী; সাহিত্যে মহাদেব সাহা; সমাজসেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন এবং গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার হস্তান্তর করবেন।