নিজস্ব সংবাদদাতা : জামালপুর শহরের পাঁচ রাস্তায় অবস্থিত সুনাধন্য সেবাদান প্রতিষ্ঠান হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিঃ ও শেখের ভিটায় বিজয় চত্বরে অবস্থিত বুলবুল জেনারেল হাসপাতালের স্টাফদের নিয়ে মতবিনিময় সভা সোমবার রাত ৮ টার দিকে হযরত শাহজালাল র. জেনারেল হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হযরত শাহজামাল (র.)জেনারেল হাসপাতাল লিঃ ও বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মার্কেটিং ম্যানেজার মো. রাশেদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালক মন্ডলীর সদস্য মাওঃ মো. সাঈদ বিন আকবর, ডাঃ তাজুল ইসলাম, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ নাহিদা আক্তার পিংকি, সিনিয়র সহকারী মার্কেটিং ম্যানেজার মো. আব্দুল্লাহ, ম্যানেজার একাউন্স মো. খুরশেদ আলম, রাশেদু ইসলাম রাশেদী, বুলবুল জেনারেল হাসপাতালের মার্কেটিং ম্যানেজার মো. বাবলু, আহসান হাবিব মহব্বত প্রমুখ।
হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিঃ ও বুলবুল জেনারেল হাসপাতালের স্টাফদের মত বিনিময় সভা
