নিজস্ব সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও ১ জানুয়ারি/২০২৩ইং রবিবার সারা দেশে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মেলান্দহের হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয় ।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে হাজরবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজরাবাড়ী পৌরসভার নবনির্বাচত মেয়র আলহাজ¦ শাসসুজ্জান সুরুজ মেম্বার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোমিনুল ইসলাম বাবু, অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ মিষ্টার, সাবেক অভিভাবক সদস্য নূর মোহাম্মদ লাজু, আ’লগী নেতা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম লুলু।