জুলফিকার আলম: জামালপুরের মেলান্দহের হাজরবাড়ী পৌরসভার ঐতিহ্যবাহী সিরাজুল হক অনার্স কলেজের হিসাব রক্ষক মো. ইসমাইল হোসেন ও অফিস সহায়ক মো. ইদ্রিস আলীর কলেজের চাকুরী অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১ জানুয়ারী/২০২৩ইং রবিবার দুপুরে কলেজ ভবনে অনুষ্ঠিত হয়েছে। হাজরাবাড়ী সিরাজুল হক অনার্স কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আজিজ এর সভাপতিত্বে ইসমাইল হোসেন ও ইদ্রিস আলীর দীর্ঘ চাকুরীর কর্মময় জীবনের স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন, অত্র কলেজের অপাধ্যক্ষ মো. শামছুল আলম লিচু, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান, গভর্নিং বডির সদস্য হাজরাবাড়ী পৌর আ’লীগের সাধারণ ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোমিনুল ইসলাম বাবু, গভর্নিং বডির সদস্য আ’লীগ নেতা ফরহাদ হোসেন তোতা, আমজাদ হোসেন ভুলু ও কলেজের সকল সহকারী অধ্যাপকসহ কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক শেখ সরোয়ার জাহান।