নিজস্ব প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর ইসলামিয়া মডেল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিপুর আলহাজ্ব জয়নাল আবেদীন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূর হক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী মডেল মাদরাসার উপদেষ্টা মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ আজিজুল হক মাষ্টার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাজিপুর ইসলামীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন হাজিপুর ইসলামিয়া মডেল মাদ্রাসার সভাপতি মোঃ কামরুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন মাদরাসার চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন ছানু, উদ্যোক্তা মোঃ শাহিনুর ইসলাম, মোঃ জহুরুল ইসলাম, মোঃ ওবায়দুল্লাহ মেহেদী, মোঃ জামিনুর ইসলাম, মোঃ আলতাব আলী, মোঃ সেলিম মিয়া, মোঃ আবু বকর সিদ্দিকী রোকন, মোঃ লোকমান হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, ২০২১ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী উক্ত মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছে। মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল শেষে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষে পুরষ্কার বিতরণ করা হয়।