Friday, September 29, 2023
Homeবিনোদনহাতে চোট পেয়ে আহত অভিনেত্রী মিমি

হাতে চোট পেয়ে আহত অভিনেত্রী মিমি

হাতে চোট পেয়ে আহত হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই ভক্তদের সে কথা জানিয়েছেন। 

চোট পাওয়া হাতটিকে ঠিকভাবে রাখার জন্য আপাতত আর্ম স্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। শুধু তাই নয়, হাতের আঙুলেও চোট পেয়েছেন তিনি। সেলাই পড়েছে সেখানে। 

আর্ম স্লিং পরে হাসি মুখে সেলফিও দিয়েছেন মিমি। সঙ্গেই লিখেছেন, কিছুদিন ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়, সে ভাবে যায় না।

সতীর্থ থেকে অনুরাগী, মিমির দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই। শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। একই কথা লেখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

গত সপ্তাহেই উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ’-এর শ্যুট শেষ করেছেন মিমি। থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপূজায়। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পূজাতেই মুক্তি পাবে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি অভিনীত ছবিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments