Friday, February 3, 2023
Homeবিনোদনহিমিকে নিয়ে মোশাররফ-নিলয়ের দ্বন্দ্ব!

হিমিকে নিয়ে মোশাররফ-নিলয়ের দ্বন্দ্ব!

একসঙ্গে সময়ের তিন সুপারহিট তারকা। সঙ্গে চোখ ধাঁধানো এক চিত্রনাট্য। নির্মাণ হলো বিশেষ নাটক ‌‘রঙ্গিলা’।

তিন তারকার মধ্যে রয়েছেন দুই দশকের সুপারহিট অভিনেতা মোশাররফ করিম এবং চলতি দশকের ভাইরাল জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই তিনজনকে এক করে সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন যুবায়ের ইবনে বকর।

নির্মাতা জানান, এতে দেখা যাবে গ্রামে-গঞ্জে লায়লা (হিমি) নাচে, রাজ্জাক (মোশাররফ করিম) ক্যানভাস করে আর সেই ফাঁকে সালমান (নিলয়) দর্শকদের পকেট মারে! এভাবেই চলে তিনজনের জমজমাট ব্যবসা।

হিমি বলেন, ‘আমাদের এই ফন্দি ভালোই চলছিল। প্রচুর ইনকাম। কিন্তু প্রেমের বিষয়ে তৈরি হয় বিভেদ। আমাকে রাজ্জাক-সালমান দুজনেই প্রেমিকা হিসেবে চায়! শুরু হয় গল্পের নতুন ট্র্যাজেডি। নাটকটি দেখলেই সেটি বুঝতে পারবেন দর্শক। তবে আমি বলব, অনেকদিন পর প্রাণখুলে মনের মতো একটা কাজ করলাম। শুটিংয়ের সময় আমাদের মধ্যমণি ছিলেন মোশাররফ ভাই। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন কাজটি।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘রঙ্গিলা’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments