তোমার চোখের অন্তরালে চঞ্চলতা
আজ অন্যরকম লাগছে, বন্যতা?
আগেও বুঝেছি হৃদয়ের চঞ্চলতা
ঘন সবুজের মাঝে একটি গোলাপ, লাল?
তুমি চোখে কাজল দিয়েছো, সবুজ পলিশ
ভালোবাসা আর প্রেম মিলে গেছে, তুমি?
বিকেলটা তোমার হলে আমি থাকি নিবিড়ে
দেখি শুধু মনের অনুভবে একটি গোলাপ, তুমি।
তুমি নিঃশব্দে ডানা মেলো, চোখ স্থির
চাঁদের স্নিগ্ধতা চাই না, চাই চোখের ভাষা।
হেসো না হেসো না ফেরাতে পারি না, অগ্রসর
কী এমন দিয়েছো প্রেম বুঝি ভাসা ভাসা?
নীল পোশাকে দীর্ণ আকাশ ডানা মেলা পাখি
হার মেনেছে সরষে ফুলের হলুদ সরলরেখা।
তোমার চোখ ছুঁয়ে জীবনের সবটুকু আশা
হৃদয়ে প্রশান্তি রাতের বিশ্রামে ফোটে বিশাখা।