Thursday, September 28, 2023
Homeখেলাধুলাহৃদয়কে খুব তাড়াতাড়িই জাতীয় দলে নেওয়া হয়েছে : মাশরাফি

হৃদয়কে খুব তাড়াতাড়িই জাতীয় দলে নেওয়া হয়েছে : মাশরাফি

সিলেট স্ট্রাইকার্সের হয়ে সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন তৌহিদ হৃদয়। পুরস্কারও পেয়েছেন খুব দ্রুত, একেবারে হাতে-নাতে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। তবে হৃদয়ের জাতীয় দলে ডাক পাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘তৌহিদ হৃদয় ইজ ভেরি আর্লি স্টেজ। আমাকে যদি বলেন…আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। ভেরি আর্লি স্টেজ। আমি মনে করি সবাইকে মেনে নিতে হবে এখন। জাতীয় দলে গিয়ে একটা দেশের সেরা পাঁচজন বোলার থাকবে, আমি আশা করি না ও এসেই…ভালো খেললে আলহামদুলিল্লাহ। কিন্তু তৌহিদ হৃদয়ের কাছ থেকে আমাদের প্রত্যাশায় একটু লাগাম থাকা উচিত। ছেলেটাকে খুবই তাড়াতাড়ি নেওয়া হয়েছে। আমার কাছে এটাই মনে হয়।’

মাশরাফি আরও বলেন, ‘এমন যেন না হয় যে দলে নিয়ে রান না পাওয়ায় দ্রুতই আবার বাদ দিয়ে ফেলা হয়। আমরা কেউ প্রশ্ন করি না, কেন আপনি একটি টুর্নামেন্ট দেখে নিচ্ছেন? আবার দুই ম্যাচ দেখে বাদ দিচ্ছেন। এ বিষয়গুলো দলে নেওয়ার সময়ও যেমন খেয়াল রাখতে হবে, বাদ দেওয়ার সময়ও খেয়াল রাখতে হবে। লিটনকে যেভাবে সেট করেছেন, শান্তকে যেভাবে করছেন। দেখেন, ওরা কিন্তু প্রচুর চাপ নেয়। আপনারাও লেখেন, আমরাও বাইরে থেকে বিভিন্ন কথা বলি। কিন্তু চাপটা শেষ অবধি কিন্তু ওই খেলোয়াড়ের ওপরই আসে।’

খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দিতে হবে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘খেলোয়াড়দের তৈরি করতে হলে তাকে তো ওই পরিমাণ সুযোগ বা বিভিন্ন জায়গায় খেলিয়ে প্রস্তুত করতে হবে। আল্টিমেটলি জাতীয় দলে গিয়ে বারবার একটা প্লেয়ারকে সেট করা দলের জন্যও যেমন কঠিন হয়ে যায়, ওই খেলোয়াড়ের জন্যও কঠিন হয়ে যায়।’

একইসঙ্গে হৃদয়ের জন্য পরামর্শও বাতলে দিয়েছেন দেশের সফলতম এই ক্যাপ্টেন, ‘তৌহিদ হৃদয় ফ্যান্টাস্টিক প্লেয়ার, এই মুহূর্তে সে দারুণ ফর্মে আছে। আমি তাকে শুভকামনা জানাই। কিন্তু একইসঙ্গে আমি বলবো যদি ৩/৪/৫টা ম্যাচ রান না করে আমি অবাক হবো না। কারণ আন্তর্জাতিক ম্যাচ মানেই আন্তর্জাতিক ম্যাচ। ওখানে অনেক রকম চাপ থাকবে, আমি আশা করবো যে সে চাপমুক্ত হয়েই খেলুক।’

dhakapost

দুয়েক ম্যাচ ভালো করার চেয়ে ধারাবাহিক ব্যাটিংয়ের প্রসঙ্গে মাশরাফি বলছেন, ‘আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে,  নতুন খেলোয়াড়ের জন্য জাতীয় দলে প্রথম চার-পাঁচ-সাত ম্যাচ কিন্তু পারফর্ম করা সহজ। কিন্তু আপনি যখন ধারাবাহিকভাবে খেলা শুরু করবেন। দিন যত যাবে, তত কঠিন হবে। কারণ বর্তমানে কম্পিউটার অ্যানালিস্ট থাকে, যে আপনার দুর্বল জায়গা চার্জ করবে। আমি আশা করি ও মানিয়ে নিতে পারবে। দারুণ প্লেয়ার, তবে একটু আর্লি…। ’

প্রসঙ্গত, এবারের বিপিএলে ১৩ ম্যাচে ১২ ইনিংসে ৩৬ দশমিক ৬৩ গড়ে ও ১৪০ দশমিক ৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেছেন তৌহিদ হৃদয়। যার কল্যাণে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন তৃতীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments