Friday, September 29, 2023
Homeজামালপুরহোটেল শ্রমিক লীগ কর্মচারী ও নাইট রিক্সাচালকসহ ৮০০ জন পেলো মেয়র ছানুর...

হোটেল শ্রমিক লীগ কর্মচারী ও নাইট রিক্সাচালকসহ ৮০০ জন পেলো মেয়র ছানুর ঈদ উপহার

নিজস্ব সংবাদদাতা : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র ব্যক্তিগত উদ্যোগে জামালপুর পৌর শহরের হোটেল শ্রমিক লীগের কর্মচারী ও নাইট রিক্সা চালক সহ ৮০০ জনের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার ১৭ এপ্রিল দুপুরে জামালপুর পৌরসভা কার্যালয়ের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সভাপতিত্বে ঈদ উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর বিজু আহমেদ, কাউন্সিলর আলী আজাদ মোল্লা, কাউন্সিলর রাজীব সিংহ সাহা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমী, পৌর যুব মহিলা লীগে র সভাপতি সায়মা হামজা সিমি, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার প্রমূখ। জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, আমি অনেক আগে থেকেই বিভিন্ন উৎসবে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। তারই ধারাবাহিকতায় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবার হোটেল শ্রমিক লীগের কর্মচারী ও নাইট রিক্সা চালক সহ ৮০০ জমাঝে আমি ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করছি।
তিনি আরও বলেন,এরআগে করোনায় ক্ষতিগ্রস্থ গরীব, অসহায় ও কর্মহীন লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তা প্রদান করেছি। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বিপুল সংখ্যক মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেকটি ঈদ ও উৎসবে ব্যক্তিগত উদ্যোগে এভাবেই সব সময় মানুষের পাশে থাকবো। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।
ঈদ উপহার হিসেবে প্রতিজনকে ৫ কেজি চাল, ১ কেজি আতপ চাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ, ১ টি সেমাই এর প্যাকেট, ২ টি দুধের প্যাকেট, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ টি সাবান। এসময় জামালপুর পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments