Saturday, April 1, 2023
Homeখেলাধুলাহোয়াইটওয়াশ করায় বোনাস পাচ্ছেন সাকিবরা

হোয়াইটওয়াশ করায় বোনাস পাচ্ছেন সাকিবরা

প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। আর সেটা দুই হাত ভরে কাজে লাগিয়েছে সাকিব আল হাসানের দল। ইংলিশদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করায় ক্রিকেটারদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান প্রথমবার কোনো দলকে সিরিজ হারালে বা বড় অর্জনে বরাবরই পুরষ্কার দিয়ে থাকে বিসিবি। এবারও সেই ধারাবাহিকতাই রক্ষা করছেন তারা। 

এ প্রসঙ্গে পাপন বলেছেন, ‘যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার তাই ওরা এটা পাবে।’ 

পাপন যোগ করেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments