Friday, June 9, 2023
Homeজামালপুর১০ দফা দাবিতে জামালপুরে বিএনপির গণমিছিল

১০ দফা দাবিতে জামালপুরে বিএনপির গণমিছিল

নিজস্ব প্রতিনিধি: তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গণমিছিল করেছে জেলা বিএনপি।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের পুরাতন বাইপাস মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এড. গোলাম নবী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।

সমাবেশে বক্তারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে তাদের দেওয়া ১০ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments