Friday, September 29, 2023
Homeজামালপুর১৩মার্চ জামালপুরের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

১৩মার্চ জামালপুরের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা : ১৩ মার্চ ১৯৭১ সালে জামালপুরের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, জ্ঞান-জিজ্ঞাসা ও প্রবন্ধন রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন ১৩ মার্চ জামালপুরের পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদ। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ মার্চ জামালপুরের পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদের আহবায়ক মো.আমির উদ্দিন, সাংবাদিক ও কবি সাযযাদ আনসারী, আলী আল বাকী চিনু, জিএসএম সাইদুর রহমান সাইদ, হাফিজুল ইসলাম সজল, আলী আল সাফি রিমু, আবু হানিফ ও নুর আলম খান সুজন সহ অন্যান্যে নেতৃবৃন্দ। জাতীয় পতাকা, বঙ্গবন্ধুর ছবি আঁকা সহ জ্ঞান-জিজ্ঞাসা ও প্রবন্ধন রচনা প্রতিযোগিতা ক, খ ও গ গ্রুপে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেন। গত সোমবার ১৩মার্চ বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হবে। উল্লেখ্য ১৩ মার্চ ১৯৭১সালে ততকালীন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া (হিরু) গৌরীপুর কাচারী মাঠে পাকিস্তানি পতাকা পুড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে ছিলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া (হিরু) ওয়েলফেয়ার ফাউন্ডেশন চিত্রাঙ্কন, জ্ঞান-জিজ্ঞাসা ও প্রবন্ধন রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments