Saturday, April 1, 2023
Homeবিনোদন১৫০তম পর্বে ‘পিতা বনাম পুত্র গং’

১৫০তম পর্বে ‘পিতা বনাম পুত্র গং’

সময়ের আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’। মাছরাঙা টেলিভিশনে আজ (রবিবার) রাত ৮টা ৪০ মিনিটে নাটকটির ১৫০তম পর্ব প্রচারিত হবে। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এর ব্যানারে নির্মিত নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করেছেন সকাল আহমেদ।

নাটকের গল্পে দেখা যায়, অবিবাহিত পাঁচ সন্তানের পিতা বোচা সরকার। সে কিছুতেই ছেলেদের বিয়ে দেবে না। ঘটনার সূত্রপাত এখান থেকেই। ঠাণ্ডা একটা যুদ্ধ ঘোষণা হয়ে যায় পিতার বিরুদ্ধে। তারপর নানারকম হাস্যরসাত্মক ঘটনা নিয়েই চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে এই সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘পিতা বনাম পুত্র গং’।

ধারাবাহিকটির দর্শকপ্রিয়তায় আশাবাদী হচ্ছেন নাটক সংশ্লিষ্টরা। তাদের মতে, এভাবে চলতে থাকলে ৩০০তম পর্ব পর্যন্ত যাবে নাটকটি।

জনপ্রিয় এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন- চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, আজিজুল হাকিম, মাসুম বাশার, প্রাণ রায়, আরফান আহমেদ, নাদিয়া আহমেদ, শাহনাজ খুশি, মৌসুমী হামিদ, ফারজানা ছবি, শিরিন আলম, আবদুল্লাহ রানা, বাশার বাপ্পী, শেলী আহসান, সাবিহা জামান, হান্নান শেলী, সৌম্য, সেতু, আশরাফুল আশিষ, জয়রাজ, তুষ্টি, সুপল, তাইফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments