স্টাফ রিপোর্টার : গত ২৯ নভেম্বর আমার বাংলাদেশ (এবি) পার্টি জামালপুর পৌর শাখার কমিটি গঠন ও যোগদান অনুষ্ঠান। উক্ত যোগদান ও কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির অন্যতম সংগঠক মো: নজরুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন অন্যতম সংগঠক মাহমুদুল হাসান বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও জামালপুর জেলার আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলার যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, যুগ্ম আহবায়ক এম এ খালেক, মাহমুদুল হাসান, মোখলেছুর রহমান মঞ্জু, জামালপুর জেলা যুব পার্টির সমন্বয়ক মো: শিহাব ইসলাম, জেলা যুব পার্টির যুগ্ম সমন্বয়ক আবু সালেহ টিপু সুলতান, জেলা যুব পার্টির যুগ্ম সমন্বয়ক আব্দুল মোতালেব, এবি পার্টির অন্যতম সংগঠক আতিকুর রহমান বাবু, রিফাত আহমেদ, ইব্রাহিম হোসেন, উজ্জ্বল হোসেনসহ আরও অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২৪ এর চেতনাকে কোন ভাবেই হারিয়ে ফেলা যাবে না, যারা একাত্তরের চেতনাকে বিক্রি করে জনগনকে প্রতারণার ফাদে ফেলেছে, জনগন তাদের ছুড়ে ফেলেছে। চব্বিশের চেতনায় সত্যিকারের স্বাধীনতার সুফল জনগনের মাঝে ফিরিয়ে দিতে হবে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সমাজের ভালো মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশপ্রেমিক মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে তাহলেই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এবি পার্টিতে কাজ করার জন্য আহবান জানান। প্রধান অতিথি মো: নজরুল ইসলামকে আহবায়ক ও মাহমুদুল হাসান বুলবুলকে সদস্য সচিব করে জামালপুর পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন। জামালপুর পৌরসভার বিভিন্ন পেশার প্রায় অর্ধশতাধিক লোকজন যোগদান করেন।
Related Posts
ঝিনাইগাতীতে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- AJ Desk
- October 27, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত শনিবার বিকালে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা […]
জামালপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ শুরু : চলবে ৩ ফেব্র“য়ারি পর্যন্ত
- AJ Desk
- January 23, 2025
মোহাম্মদ আলী ; সারাদেশে একযোগে শুরু হয়েছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার কাজ। চলবে ৩ […]
মেলান্দহে ভোক্তা অধিকার দিবস পালিত
- AJ Desk
- March 16, 2024
মেলান্দহ সংবাদদাতা : সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়। এ উপলক্ষে […]