ওসমান হারুনী ; ২৬ বছর সংসারের পর অর্থনৈতিক ও বারিবারি বনিবনা না হওয়ায় দুই সন্তানের জননী স্ত্রীকে তালাকদেওয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা হয়েছে। ভোক্তভোগী অভিযুক্ত প্রবাসী স্বামী নূর মোহাম্দ (৪৪)জানান, সে দীর্ঘ ১৬/১৭ বছর ধরে বিদেশ থাকে। সম্প্রতি সে বিদেশ থেকে বাড়ি আসলে মির্জিনা(৪২) আলাদা বিছানা থাকে,স্বামী সাথে কোন কৌশল বিনিময় ও কথাও বলেনি। এছাড়াও বিদেশ থেকে তার পাঠানো ৫লাখ টাকা বোনজামাই হারেসকে দিয়েছে তার স্ত্রী ,সেই টাকা ফেরত চাইলে নানান তালবাহানা করছে তার স্ত্রী । এছাড়াও তার স্ত্রী তিন ভরি স্বর্ণ চুরি করে বাপের বাড়ি পাঠিয়েছে। তার নামে তিনটি ডিপিএস করেছে। এসবের কোন হিসাব নেই। তাই ২৬ বছর সংসারের পর অর্থনৈতিক ও পারিবারি বনিবনা না হওয়ায় দুই সন্তানের জননী তার স্ত্রী মির্জিনাকে ক্ষোভে তালাক দিয়েছে সে। দুবাই প্রবাসী নূর মোহাম্মদের অভিযোগ, “আমি বিদেশ আসার পর আমার নামে আদালতে যৌতুকের মিথ্যা একটি হয়রানি মুলক মামলা করেছে তার তালাক প্রাপ্ত স্ত্রী মির্জিনা।” মামলায় অভিযোগে বলা হয়েছে, যে তার স্বামী নূর মোহাম্মদ বিদেশ থেকে এসে তিন লক্ষ টাকা যৌতুক দাবি করে তার কাছে। যৌতুকের টাকা না দেওয়ায় তার সন্তানসহ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, তালাক দেওয়া স্বামীর বাড়ীতেই সে তার সন্তানদের নিয়ে বসবাস করছে। তালাক ও স্বামীর টাকা নয়ছয় সংক্রান্ত ব্যাপারে মির্জিনার সাথে কথা হলে তিনি জানান,”আমি মোখরে শোখরো মানুষ মামলা সম্পর্কে কিছু জানিনা ২৬বছর ধরে সংসার করেছি। দুইটি সন্তান রয়েছে। বিদেশ থেকে এসে টাকা নিয়ে ঝগড়া করে আমাকে তালাক দিয়েছে। আমি তালাকের কাগজ গ্রহন করিনি। ভাই সাথে নিয়ে আমার স্বাক্ষর নিয়েছে পরে যৌতুকের মামলা হয়েছে। আমি কোথায় যাবো।স্বামীর বাড়িতেই থাকছি। আমার বিরুদ্ধে স্বামী যে অভিযোগ করেছে যে, ৫লাখ টাকা আমি বোনজামাইদের দিয়েছি। অভিযোগটি ঠিক নয়। আমার স্বামীই জমি বন্ধক বাবদ বোনজামাইকে টাকা দিয়েছে। আমি এর কিছুই জানিনা।” এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, স্বামীর বিরুদ্ধে যে যৌতুকের মামলা করেছে মির্জিনা,যৌতুক নিয়ে কোন ঘটনা ঘটেনি। এটি তাদের বিদেশি টাকা বোনজামাইকে দেওয়া দেনদরবার নিয়ে ঘটনা ও ঝগড়া হয়েছে স্বামী তাকে তালাকও দিয়েছে শুনেছি। পরে ভাইয়েরা যৌতুকের মামলা করালেও সে স্বামীর বাড়ীতেই থাকছে। এব্যাপারে পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজ রহমান কমল জানান, ২৬ বছর সংসারের পর টাকা নিয়ে ঝগড়া করে মির্জিনাকে তার স্বামী তালাক দিয়েছি শুনেছি। তালেকের পর সে তার স্বামীর বাড়িতেই থাকে। কিন্তু যৌতুক মামলা হয়েছে কিনা জানিনা।দুইটি বড় বড় সন্তান রয়েছে তাদের। বিষয়টি উভয়পক্ষই ঠিক করেনি।
Related Posts
সংসদ সদস্যর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার
- AJ Desk
- May 21, 2024
নিজস্ব সংবাদদাতা : আওয়ামী লীগ নেতা ও সাংসদ সদস্যর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হুরাইরা […]
জামালপুর ম্যানকেয়ার বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ
- AJ Desk
- June 14, 2024
নিজস্ব প্রতিবেদক : নারী পুরুষের সমতা, ন্যায্যতা এবং প্রতিটি ইতিবাচক কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার […]
মেলান্দহে ডাঃ নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
- AJ Desk
- June 6, 2024
আব্দুল হাই : জামালপুরের মেলান্দহ উপজেলার পৌরসভাধীন অবস্থানরত ডাঃ নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক […]