Friday, April 23, 2021
Home বিনোদন ৩৪ বছর পর ফের একসঙ্গে তারিন-দোদুল

৩৪ বছর পর ফের একসঙ্গে তারিন-দোদুল

আ.জা. বিনোদন:

ধারাবাহিক নাটক ‘ঝন্টু পন্টু’। ১৯৮৬ সালে বাংলাদেশ টেলিভিশনে এর প্রচার শুরু হয়। এতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন অভিনেত্রী তারিন জাহান ও নির্মাতা গোলাম সোহরাব দোদুল। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৪ বছর। শৈশবে অভিনয়ের হাতেখড়ি তারিন জাহান ও দোদুলের। পরবর্তীতে অভিনয়কেই পেশা হিসেবে নেন তারিন। কিন্তু পথ বদল করে নির্মাণে নাম লেখান দোদুল। এ পরিচালকের অনেক নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন তারিন। কিন্তু ‘ঝন্টু পন্টু’ নাটকের পর আর একসঙ্গে অভিনয় করেননি তারা। দীর্ঘ ৩৪ বছর পর দুর্গাপূজার একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন এ দুই শিল্পী। ‘মহামায়া’ নামে এ নাটক পরিচালনাও করেছেন গোলাম সোহরাব দোদুল। ৩৪ বছর আগের স্মৃতিচারণ করে তারিন জাহান বলেন, এ নাটকে অভিনয় করতে গিয়ে ৩৪ বছর আগের কথা খুব মনে পড়ছে। তখন আমরা শিশু ছিলাম। শুটিংয়ের ফাঁকে খুব আড্ডা দিতাম। অনেক দুষ্টুমি করতাম। ওই সময়ে শুটিং সেটে আমাদের সঙ্গে বাবা-মা আসতেন। যার কারণে পরস্পরের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ‘মহামায়া’ নাটকটি রচনা করেছেন দোদুলের স্ত্রী ঊর্মি মোস্তফা। এ নাটকে দোদুল যে চরিত্রে অভিনয় করেছেন, তা করার কথা ছিল শতাব্দী ওয়াদুদের। কিন্তু শিডিউল জটিলতার কারণে এতে অভিনয় করতে পারেননি তিনি। এজন্য তার চরিত্রে অভিনয় করেছেন দোদুল। এর মাধ্যমে ৩০ বছর পর অভিনয়ে ফিরলেন এই নির্মাতা। দোদুল বলেনÑআমার অভিনয়ের ইচ্ছে সব সময়ই ছিল। কিন্তু একসঙ্গে অভিনয় আর পরিচালনা আমার কাছে কঠিন মনে হয়। তারিন আর আমার স্ত্রীর কথায় ৩৪ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। কয়েক দিন আগে এ নাটকের শুটিং শেষ হয়েছে। এতে আরো অভিনয় করেছেনÑশ্যামল মাওলা, শামীমা তুষ্টি প্রমুখ। দুর্গাপূজায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

বোরো ধানের ফলনে সন্তুষ্ট চাষি : লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, বলছেন কৃষি অফিস

মোহাম্মদ আলী: বোরো মৌসুমে ধান কাটতে শুরু করেছেন জামালপুরের কৃষকরা। মৌসুম শেষে বিঘা প্রতি তারা যে ফলন পেয়েছেন তাতে...

রৌমারীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

রৌমারী সংবাদদাতা: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বালু ব্যবসায়ী চক্র ব্রহ্মপুত্র নদ-নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনে মরিয়া হয়েছে...

শেরপুরে নারী ইন্টার্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে মারধর করার প্রতিবাদে ১ঘন্টা রাস্তা অবরোধ, আটক-১

নাজমুল হোসাইন: শেরপুরে জেলা সদর হাসপাতালে কর্মরত এক নারী ইন্টার্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে উত্যক্তের প্রতিবাদ করায় আরেক ইন্টার্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে...

সাড়ে ১০ লাখ পরিবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাবে বিকাশে

আ.জা. ডেক্স: এবার করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত সাড়ে ১০ লাখ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পৌঁছে...

Recent Comments