Thursday, May 26, 2022
Homeখেলাধুলা৩৭ বছর পর রোমানিয়াকে সোনা জেতালেন তারা

৩৭ বছর পর রোমানিয়াকে সোনা জেতালেন তারা

আ.জা. স্পোর্টস:

অলিম্পিকে মেয়েদের ডাবল স্কালসে সর্বশেষ ১৯৮৪ সালে সোনা জিতেছিল রোমানিয়া। এরপর থেকে ইভেন্টটি আক্ষেপের নাম হয়েই ছিল তাদের কাছে। এবারের টোকিও অলিম্পিকে ৩৭ বছরের আক্ষেপ ঘোচালেন আনকুতা বোদনার ও সিমোনা রেদিস। মেয়েদের ডাবল স্কালসে সোনা জিতেছেন দুজন। তার ফিনিশিংয়ে সময় নেন ৬ মিনিট ৪১.০৩ সেকেন্ড। তাদের পরেই অবস্থান ছিল নিউজিল্যান্ডের ব্রæক ডোনোঘুই ও হান্নাহ ওসবোর্নের। ৬ মিনিট ৪৪.৮২ সেকেন্ড সময় নিয়ে তারা রৌপ্য পদক জিতেছেন। নেদারল্যান্ডসের রুস ডি জং ও লিসা ৬ মিনিট ৪৫.৭৩ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। অবশ্য এই রোয়িং ইভেন্টটি একদিন পেছানো হয়েছিল। ঝড়ো আবহওয়ায় কারণে নির্ধারিত দিনে সেটি করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments