Saturday, June 25, 2022
Homeআন্তর্জাতিক৪৮ ঘণ্টার মধ্যে ফিলিস্তিনে দু'বার হামলা চালিয়েছে ইসরায়েল

৪৮ ঘণ্টার মধ্যে ফিলিস্তিনে দু’বার হামলা চালিয়েছে ইসরায়েল

আ.জা. আন্তর্জাতিক:

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনে দ্বিতীয়বারের মতো বিমান হামলা চালালো দেশটি। আবারও ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনে দ্বিতীয়বারের মতো বিমান হামলা চালালো দেশটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, ফিলিস্তিনিদের ছোঁড়া বেলুনে দেশটির দক্ষিণাঞ্চলের আটটি স্থানে আগুন ধরে যায়। এর জবাবে তারা সশস্ত্র সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। খান ইউনিস এবং গাজা শহরে এসব হামলা চালানো হয়। এদিকে, ইসরায়েলের হামলার পর হামাসের সদস্যরা প্রকাশ্যে মেশিনগান থেকে গুলি ছুড়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বাহিনী সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজিয়েছে। গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টানা ১১ দিনের সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ২৬০ ফিলিস্তিনি মারা যায়। আর ফিলিস্তিনের হামলায় নিহত হয় ১৩ ইসরায়েলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments