Tuesday, June 28, 2022
Homeখেলাধুলা৪ বছর পর দেশের বাইরে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

৪ বছর পর দেশের বাইরে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

আ.জা. স্পোর্টস:

৪ বছর ধরে দেশের বাইরে টেস্ট সিরিজ জিততে ভুলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই অসাধ্য সাধন তারা করতে পারলো কেশব মহারাজের কল্যাণে। বামহাতি এই স্পিনারের হ্যাটট্রিকে সফরকারীরা দ্বিতীয় টেস্ট জিতেছে ১৫৮ রানে। তাতে দুই ম্যাচের সিরিজও নিশ্চিত হয়েছে ২-০ ব্যবধানে। টেস্টে দক্ষিণ আফ্রিকার কারো হ্যাটট্রিক করার কীর্তি আছে মাত্র একবার। প্রোটিয়াদের হয়ে সর্বশেষ হ্যাটট্রিককারী ছিলেন পেসার জিওফ গ্রিফেন। তিনি ১৯৬০ সালে লর্ডসে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। ৬১ বছর পর এবার দ্বিতীয় বোলার হিসেবে সেই রেকর্ড বুককে সমৃদ্ধ করলেন কেশব। ৩২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ক্যারিবীয়দের চতুর্থ দিনে গুটিয়ে দিতে সবচেয়ে বড় অবদান ছিল এই প্রোটিয়া স্পিনারেরই। ৩৬ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রথম তিন উইকেট নেন পেসার কাগিসো রাবাদা। মহারাজের ম্যাজিক শুরু ৩৭তম ওভারে। পর পর তিন বলে ফেরান সর্বোচ্চ স্কোরার কিয়েরন পাওয়েল (৫১), জেসন হোল্ডার ও জশুয়া দা সিলভাকে। রোস্টন চেজ শেষ উইকেটে ইনজুরির কারণে ব্যাট করতে পারেননি। এর ফলে চতুর্থ দিনে চা বিরতির ৩৩ মিনিট আগেই সমাপ্তি দেখে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে ১৬৫ রান।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ২৯৮ (এলগার ৭৭, ডি কক ৯৬; মেয়ার্স ৩/২৮, রোচ ৩/৪৫) ও ১৭৪ (রাসি ভ্যান ডার ডাসেন ৭৫*; রোচ ৪/৫২, ৩/২৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৯ (বø্যাকউড ৪৯, হোপ ৪৩; মুল্ডার ৩/১) ও ১৬৫ (পাওয়েল ৫১; রাবাদা ৩/৪৪, মহারাজ ৫/৩৬)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments