Thursday, July 29, 2021
Home জাতীয় ৪ স্থানে হবে ঢাকা আন্তঃজেলা বাস টার্মিনাল

৪ স্থানে হবে ঢাকা আন্তঃজেলা বাস টার্মিনাল

আ. জা. ডেক্স:

বাস রুট রেশনালাইজেশনের আওতায় চারটি স্পটে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ হলে অচিরেই মহানগরীর যানজট নিরসন হবে বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র। গতকাল বুধবার সাভারের বিরুলিয়ায় ইউনিয়নের বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর বাস স্ট্যান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। ঢাকা আন্তঃজেলা বাস টার্মিনাল বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুরে হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, অচিরেই হেমায়েতপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণভাবে টার্মিনাল বাস্তবায়ন হবে। এগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের ভিত্তিতে আমরা কাজ শুরু করবো। আগামী বছর থেকে যদি আমরা বাস্তবায়নে যেতে পারি, তাহলে অচিরেই এটার সুফল পাবেন ঢাকাবাসী। এতে গণপরিবহন ব্যবস্থা একটি শৃঙ্খলায় আসবে। গতকাল বুধবার চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মেয়র তাপস বলেন, ঢাকা সমন্বয় পরিবহন কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতায় কয়েকটি সভা করেছি। গণপরিবহনকে সম্পূর্ণ শৃঙ্খলার ভেতরে আনার কার্যক্রম হাতে নিয়েছি। ডিএনসিসি ও ডিএসসিসি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিয়েছে। সেজন্য আমরা আজ (গতকাল বুধবার) দু’টি জায়গা পরিদর্শন করলাম। তিনি আরও বলেন, আন্তঃজেলার যে বাসগুলো আছে, সেগুলো শহরের ভেতর দিয়ে যাতায়াত করে এবং শহরের টার্মিনালগুলো ব্যবহার করে।

যেমন মহাখালী টার্মিনাল ও সায়দাবাদ টার্মিনাল। কিন্তু সিটি বাসগুলো সেই টার্মিনালগুলো ব্যবহার করতে পারে না। তার কারণে যেখানে সেখানে বাসগুলো রাস্তায় থাকায় যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সেই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরে আসতে বিশেষজ্ঞদের অভিমতের ভিত্তিতে ট্রার্মিনাল নির্মাণের সম্ভাব্য স্থান এ পরিদর্শন করছি। এসময় তিনি বহির্বিশ্বের উদাহরণ দিয়ে বলেন, সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে আমরা বাস টার্মিনালগুলোর জন্য সুপারিশমালা দেব। যার ফলে অচিরেই শহরের বাইরে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো নির্মাণ করা হবে। এগুলো নির্মাণ করা হলে ঢাকা শহরে চাপ কমে যাবে। যেটা আমরা বহির্বিশ্বের দেখেছি যে আন্তঃজেলা বাসগুলো শহরের ভেতর ঢুকতে পারে না। শহরের বাইরেই যাতে যাত্রীদের নামিয়ে দেওয়া যায় এবং সেখান থেকে শহরগামী পরিবহনগুলোতে গন্তব্যে যাতে পৌঁছাতে পারেন, সেই ব্যবস্থাটাই করার উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞরা ১০টি জায়গা চিহ্নিত করেছিলেন, যার মধ্যে নির্ধারিত চারটি জায়গার ভেতর আমরা দু’টি জায়গা আজ পরিদর্শন করলাম। বিরুলিয়ার বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর পরিদর্শন করেছি। এরপর আমরা ভাটারচর, কেরানিগঞ্জ ও কাঁচপুরের দু’টি স্থান পরিদর্শন করবো। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতায় যে কমিটি রয়েছে, তাদের নিয়ে বার বার সভা করেছি। সভায় সিদ্ধান্ত নিয়ে সবার উপস্থিততেই আমরা আজ পরিদর্শনে এসেছি, যোগ করেন ডিএসসিসি মেয়র। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এ দু’টি জায়গাই অর্থাৎ বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর পছন্দ হয়েছে।

প্রতিক‚লতা তো অনেকে, কাজটা কঠিনও। এ দুরূহ কাজ ৪৯ বছরেরও হয়নি। আমরা দৃঢ়তার সঙ্গে কাজ এগিয়ে নিচ্ছি। অচিরেই এ উদ্যোগ বাস্তবতা পাবে। এসময় মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, মহাখালী বাস টার্মিনালে বর্তমানে তিনটি জেলার বাস আসছে। যার কারণে মহাখালী এলাকায় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা দুই মেয়র একসঙ্গে বের হয়েছি। মহাখালীর জন্য আমরা বিরুলিয়ার বাটুলিয়া এলাকা দেখেছি ও গাবতলীর জন্য হেমায়েতপুর দেখেছি। শহরের বাস গাবতলীতে থামবে ও আন্তঃজেলার বাস হেমায়েতপুরে থাকবে। এর জন্য আমরা পরিবহন মালিক-শ্রমিক ও দুই মেয়র মিলে জায়গাগুলো পরিদর্শন করছি। বাকি দু’টি কেরানিগঞ্জ ও যাত্রাবাড়ীতে আমরা যাবো। বাস রুট রেশনালাইজেশন কমিটির কাছে আন্তঃজেলা বাস টার্মিনালগুলোর জন্য প্রস্তাবিত স্পটগুলোর মধ্যে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ডিএনসিসিরি মেয়র মো. আতিকুল ইসলাম সাভারের দু’টি স্থান পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : জরিমানা আদায়

এম.এ.রফিক: করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা না মানায় জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের...

জামালপুর পৌর মেয়রের নির্দেশে ভেঙে দেওয়া হলো নিম্নমানের প্যালাসাইডিং

নিজস্ব সংবাদদাতা: জামালপুর পৌরসভার একটি প্যালাসাইডিং এর নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় পৌর মেয়রের নির্দেশে তা ভেঙে গুড়িয়ে দিয়েছে পৌর...

জামালপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে মঙ্গলবার...

বকশীগঞ্জে লকডাউনের পঞ্চম দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ মামলা

বকশীগঞ্জ প্রতিনিধি: বকশীগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ মানাতে তৎপর উপজেলা প্রশাসন। মঙ্গলবার সরকারি আদেশ অমান্য করে...

Recent Comments