বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়েছে। ৭ মার্চ উপলক্ষে পৌর শহরের বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির উদ্যোগে গত মঙ্গলবার সকাল ৯ টায় ক্যাডেট একাডেমি প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হেলাল উদ্দিন খান, পরিচালক মীর্জা আমীর, পরিচালক মীর্জা এরশাদ, পরিচালক জুলফিকার আলী খোকন, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মিজানুর রহমান ও সহকারী শিক্ষক আসাদুজ্জামান সহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অত্র একাডেমির পরিচালক মীর্জা আমীর জানান, কোমলমতি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানান দিতে এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্পর্কে অবগত করা ও এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু যে ত্যাগ স্বীকার করেছেন তা জানাতে আমরা প্রতি বছরই শিশুদের উদ্বুদ্ধ করে থাকি।