Monday, June 5, 2023
Homeবিনোদন৮ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘আশীর্বাদ’

৮ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘আশীর্বাদ’

আ.জা. বিনোদন:

গতকাল শুক্রবার দেশের আট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা ‘আশীবার্দ’। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান। তার বিপরীতে আছেন মাহিয়া মাহি। ‘আশীবার্দ’ রোশান-মাহি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।

যেসব সিনেমা হলে চলছে ‘আশীর্বাদ’
চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়নগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া), সিনেমা প্যালেস (চট্টগ্রাম)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments