Wednesday, June 26, 2024
Homeখেলাধুলা৯২ বছরের রেকর্ড ভেঙে লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকা

৯২ বছরের রেকর্ড ভেঙে লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকা

১৯৩২ সালে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সেই টেস্টে ফলাফল এসেছিল মাত্র ৬৫৬ বলে। এতদিন এটাই ছিল সবচেয়ে কম বলে ফলাফল পাওয়া টেস্ট। ৯২ বছরের সেই রেকর্ড আজ ভেঙে দিয়েছেন কেপটাউন টেস্ট। যেখানে মাত্র ১০৭ ওভার বা ৬৪২ বলেই প্রোটিয়াদের হারিয়েছে ভারত।

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার ভাগ্যে কী আছে, সেটি প্রথম ইনিংসেই হয়তো লিখা হয়ে গিয়েছিল। ভারতীয় পেসারদের তোপে তারা মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায়। প্রথম দিনেই দু’দল মিলে হারিয়েছিল ২৩ উইকেট, ফলে দ্বিতীয় দিনে আজ (বৃহস্পতিবার) পুরোটা সময় খেলা হবে কি না সেই শঙ্কা ছিল। শঙ্কাই সত্যি হয়েছে।

কেপটাউনের মৃত্যু ফাঁদে এইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরি ছাড়া বলার মতো রান পাননি আর কোনো ব্যাটার। মার্করামের সেঞ্চুরিতে ভারতের লিড টপকাতে পারে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়ারা মাত্র ৭৯ রানের লক্ষ্য দাঁড় করায়। যা ভারত পেরিয়েছে ৭ উইকেট হাতে রেখেই।

বলের হিসেবে সবচেয়ে কম বলে টেস্ট ম্যাচ শেষ হওয়ার তৃতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট। ১৯৩৫ সালে ব্রিজটাউনে সেই ম্যাচ শেষ হয়েছিল ৬৭২ বলে। ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ শেষ হয়েছিল ৭৮৮ বলে।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তানের মতো দলগুলোও ২ দিনে টেস্ট হেরেছে। তবে এই লজ্জার রেকর্ডে এখনো নাম ওঠেনি বাংলাদেশের। প্রায় ২৩ বছর ধরে টেস্ট খেলছে টাইগাররা, কখনোই ২ দিনে তাদের বিপক্ষে টেস্ট জিততে পারেনি কোনো দল।

এইচজেএস

Most Popular

Recent Comments