আ.জা. ডেক্স:
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে মাদ্রাসাছাত্রীর করা ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. রাকিবুল ইসলাম (২১)। গতকাল বুধবার দুপুরে ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, নারায়ণগঞ্জের বন্দর পৌরসভার কাছাকাছি ছদকার বাড়ি এলাকার একটি মাদ্রাসার শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। এলাকার লোকজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে ভুক্তভোগীর পরিবারকে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে। দরিদ্র পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারে, ফোনকলকারীর এমন আশঙ্কার পর ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি নারায়ণগঞ্জ বন্দর থানায় জানিয়ে দ্রæত ব্যবস্থা নিতে বলে। খবর পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশের একটি দল দ্রæত ঘটনাস্থলে যায়। ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সঞ্জয় সরকার ৯৯৯-কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে আটক করেন। এ ঘটনায় বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।