শেরপুর সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে দুই অটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে পৌর শহরের শেখদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অটোরিক্সা চালক ও গ্রামবাসীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন অটোচালক শফিকুল ইসলাম, শাহ আলী, কামরুল ইসলাম সুদু, সেলিব্রেটি মিয়া, আহত অটোচালক আকরাম হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবা অটোরিকশা চালক শাজাহান ও আকরাম হোসেনের সঙ্গে পৌর শহরের বাসন্ট্যান্ডে বিল্লাল হোসেনের সঙ্গে চাঁদা নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অটোরিকশার চাবি কেড়ে নিয়ে তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় ওই দুই অটোরিকশা চালক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে আকরাম হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতরা এখনও চিকিৎসাধীন রয়েছে।