নিজস্ব প্রতিনিধি : জামালপুরে রেলওয়ে ওভারপাসের ভূমি অধিগ্রহণের ৬ কোটি টাকা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন জামালপুর সদরের ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেন। ঘটনার সাথে জড়িত প্রতারক মোঃ মনিরুজ্জামান মনিরের দৃষ্টান্তমূলক শাস্তি ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন রেলওয়ে ওভারপাস ব্যবসায়ীবৃন্দ।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সোহাগ জানান, প্রায় এক বছর আগে মোঃ মনিরুজ্জামান মনির নামের এক ব্যক্তি ভূমি অধিগ্রহণের ৬ কোটি টাকা পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুষ প্রদানের অজুহাতে তার কাছ থেকে মোট ৩৬ লাখ টাকা নেন। কিন্তু পরবর্তীতে টাকা ফেরত চাইলে মনির বিভিন্ন টালবাহানা করতে থাকেন। ফোনে যোগাযোগ করা গেলে তিনি এড়িয়ে যান এবং দেখা করতেও অনীহা প্রকাশ করেন।
গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে গেইটপাড়ে নিজের দোকানের সামনে মনিরকে দেখতে পেয়ে দোকানের ভেতরে বসিয়ে টাকা ফেরতের বিষয়ে কথা বললে মনির উত্তেজিত হয়ে ওঠেন এবং টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় দোকানে উপস্থিত হন স্থানীয় ব্যবসায়ী মোঃ মনোয়ারুল ইসলাম কর্নেল, মিলন খান, শাকিল লস্কর ও সাজ্জাদসহ অন্যান্যরা। তারা পুরো ঘটনা শুনে সমাধানের অংশ হিসেবে মনিরের ছেলেকে সাক্ষী রেখে টাকা ফেরত দেওয়ার জন্য এক মাস সময় নির্ধারণ করে দেন।
সোহাগ অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে এবং রাজনৈতিক নেতাকর্মীদের মানহানি করার উদ্দেশ্যে মনির পরদিন সংবাদ সম্মেলন করে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করেন।
অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
