Wednesday, June 26, 2024
Homeবিনোদনঅসহায়দের মাংস দেওয়ার আহ্বান তমা মির্জার

অসহায়দের মাংস দেওয়ার আহ্বান তমা মির্জার

ঈদের খুশিতে ভাসছে সবাই, চারদিকে ঈদের আনন্দ। আর এই আনন্দ ছোট-বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। ব্যতিক্রম নেই তারকাদের ক্ষেত্রেও। ঈদের খুশি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন দেশে বিদেশে ছড়িয়ে থাকা তারকারা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন। যেখানে কুরবানির মাংস নিজে রান্না করে খাবার আগে গরীব-অসহায়দের মাংস দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

তমা মির্জা পোস্টে বলেন, ‘কুরবানির মাংস নিজে রান্না করে খাবার আগে গরীব-অসহায়, যাদের হক, যাদের জন্য কোরবানি দেওয়া হচ্ছে তাদেরকে বিলি করেন, তাদের খালি হাতে ফিরিয়ে দিয়েন না।’

সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। এদিকে অভিনেতা জায়েদ খান লিখেছেন, ‘ঠিক বলেছো, ঈদ মোবারক।’

মেহেদি হাসান নামে এক ভক্ত লিখেছে, ‘গরু কুরবানি দেওয়াতে অনেক সেলিব্রিটির আজকে গা জ্বলছে । সেই ক্ষেত্রে আপনি ব্যতিক্রম, আমরাও এটাই চাই আমল করতে না পারলেও যেন কেউ অস্বীকার না করে। ইসলামে যা আছে সেটা যেন পরিপূর্ণ বিশ্বাস রাখে, ঈদ মোবারক ।’

উল্লেখ্য, এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে তমা মির্জা চলচ্চিত্রে অভিষিক্ত হন। বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্ব নায়িকা হিসেবে অভিনয় করেন। 

অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Most Popular

Recent Comments