বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী ও দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা মেজর (অবঃ) আব্দুল মান্নান চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন যাবৎ তার গুলশানস্থ নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
গতকাল ১৪ মে ২০২৫, বুধবার সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি টিম তাঁকে দেখতে যান। তাঁরা দলের নির্বাহী প্রেসিডেন্টের চিকিৎসার অগ্রগতি ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
তাঁকে দেখতে যাওয়ায় এবং স্বাস্থ্যের খবরাখবর নেওয়ায় তিনি দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, ধন্যবাদ জানান এবং বিশেষভাবে আপ্যায়ন করেন।দেশের এই সংবেদনশীল পরিস্থিতিতে তিনি দলের নেতাকর্মীদেরকে
দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন। সরকারের ইতিবাচক সংস্কার প্রক্রিয়ায় সমর্থন ,গণতন্ত্রের উত্তরণে সহযোগিতা,একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে সম্ভাব্য সক্রিয়তা এবং ভবিষ্যতে স্বৈরাচার উত্থানরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানান।
পরিদর্শন টিমে ছিলেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা,হাজী মহসীন চৌধুরী,লেখক ও গবেষক ওয়াসিমুল ইসলাম, উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু,বিকল্প যুবধারার সাবেক সাধারণ সম্পাদক হাজী মোস্তফা সারোয়ার, কেন্দ্রীয় নেতা হাজী নাসিরউদ্দিন, এডভোকেট খোরশেদ আলম প্রমুখ।