আইপিএলের মাঝেই ‘খ্যাপ’ মারলেন কলকাতার রহস্য স্পিনার

কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণের অন্যতম ভরসার নাম বরুণ চক্রবর্তী। তামিলনাড়ুর এই রহস্য স্পিনার পেশায় ক্রিকেটার হলেও তিনি একজন স্থপতিও। যে কারণে আইপিএলের ব্যস্ততার মধ্যেই তাকে যেতে হল চেন্নাইয়ে।

ক্রিকেটকে পেশা হিসাবে নেওয়ার কথা প্রথমে ভাবেননি বরুণ। বছর দুয়েক পেশাদার স্থপতি হিসেবে কাজ করার পর ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেন তিনি। ভারতীয় দলের এই স্পিনার অবশ্য আগের পেশার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেননি।

এখনও তিনি ফাঁকে ফাঁকে স্থপতি হিসেবে কাজ করেন। সেই কাজেই গতকাল শনিবার চেন্নাইয়ে একটি নির্মাণকাজ পরিদর্শন করেন বরুণ। নির্মাণস্থলে হেলমেট পরিহিত অবস্থায় তার ছবি সমাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কলকাতার এই রহস্য স্পিনার।

আইপিএলের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ ইডেন গার্ডেনে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। রামনবমীতে পর্যাপ্ত নিরাপত্তার সমস্যা হতে পারে এই আশঙ্কায় ম্যাচটির সূচি বদলানোর অনুরোধ করা হয় কলকাতা পুলিশ। পুলিশের অনুরোধে ম্যাচটি মঙ্গলবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে দুইদিন বাড়তি সময় পেয়েছে কেকেআর। সেই সুযোগে চেন্নাইয়ে নির্মাণকাজ দেখতে গেলেন বরুণ।

কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বরুণ বলেছিলেন, ‘আমি স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি। পাঁচ বছরে পেশাদার কোর্স করেছি কাত্তানকুলাথুরের এসআরএম কলেজে। সেটা সম্পূর্ণ আলাদা জগৎ। কম্পিউটার, টি-স্কেল, পেনসিল, চার্ট পেপার, আঁকা নিয়ে একটা জগৎ। তখন ক্রিকেট দেখতামও না। তবে ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা সব সময়ই ছিল।’

‘কখনো কখনো বাড়ির নকশা তৈরি করার সময় ক্রিকেটের ছোঁয়া রাখতাম। পড়াশোনা শেষ করার পর ১০ মাসের মতো কোনো কাজ ছিল না আমার। তখন ভাবতাম, কী করা উচিত জীবনে।’