আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টা, মামলা তুলে নেওয়ার হুমকি, দোকানে তালা

শামীম আলম : জামালপুর সদর উপজেলা ১নং কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নের সাতকুড়া গ্রামে গোলাম মোস্তফা গং এর সাথে আছমিন মাহমুদ গংয়ের দীর্ঘ প্রায় ২১ বছর যাবত বাটুরা মামলা চলে আসছে। গত ২০০৩ সালে মোঃ গোলাম মোস্তফা জামালপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আছমিন মাহমুদ গংয়ের বিরুদ্ধে একটি মামলা করেন। গোলাম মোস্তফার ব্যাসা প্রতিষ্ঠানে তালা দিয়ে বাড়ি- ঘর জিম্মি করে রেখছেন। বর্তমানে মামলাটি বিজ্ঞ সহকারি জজ ইসলামপুর আদালতে বিচারাধীন রয়েছে। গত ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রমজান আলী, আওয়ামীলীগ নেতা আমান আলীসহ এদের নেতৃত্বে বিএনপিতে যোগদান করে নিরহ মানুষের জমি দখল করে আসছে। গত ১১ জানুয়ারী ২০২৫ আছমিন মাহমুদের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী গোলাম মোস্তফা বাড়িতে হামলা চালিয়ে একটি খরের পাল্লা ভেঙ্গে ফেলে এবং বাড়িতে সবাইকে জিম্মি করে রাখে। পরে গোলাম মোস্তফা ৯৯৯ লাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে আছমিন মাহমুদ গংয়ের অত্যাচারে গোলাম মোস্তফার পরিবার আতংকে দিন কাটাচ্ছে। মামলার বাদী গোলাম মোস্তফা বলেন, আমার পরিবারকে বিএনপি যখন ক্ষমাতা ছিল তখন আমার পরিবারের উপর অত্যাচার করেছে। তারপর আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আওয়ামীলীগে যোগদান করে দীর্ঘ ১৬ বছর অত্যাচার করেছে। এখন বিএনপি ক্ষমতায় না আসতেই বিএনপিতে যোগ দিয়ে আমার মাতার ভোগ দখল করা ৬০/৭০ বছর জমি এখন দখল করার চেষ্টা করেছে। গোলাম মোস্তফা দায়ের করা মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে সন্ত্রাসী আছমিন মাহমুদ। কেন্দুয়া কালিবাড়ি র্কীটনাশক স্যারের দোকানে হামলা অত্যাচার করেছে। বিভিন্ন সময় রাস্তায় ঘাটে অপমান অপদস্থ করছেন। গোলাম মোস্তফার পরিবার এই সব ক্যাডার থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।