আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, নিজাম উদ্দীন, মুশফিক উস সালেহীন, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক এম এম শোয়াইব প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানায় দলটি।