আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামালপুরে শতাধিক শিক্ষার্থীকে সুশাসন জেন্ডার ও দুর্নীতি বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান

নিজস্ব সংবাদদাতা : নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতে অর্জন ও বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করতে জামালপুরে শতাধিক শিক্ষার্থীকে সুশাসন, জেন্ডার ও দুর্নীতি বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের অংশ হিসেবে ৭ মার্চ শহরের ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও বিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত কর্মসূচির আয়োজন করে। ঘন্টাব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচিতে জেন্ডার বিষয়ক গুরুত্বপূর্ণ পরিভাষা, জেন্ডার সংবেদনশীলতা, সুশাসন, জেন্ডার ও দুর্নীতির সম্পর্ক, নারীর দুর্নীতির অভিজ্ঞতার কারন ও প্রভাব এবং জেন্ডার বৈষম্য দূর করে সুশাসন নিশ্চিতে আমাদের করণীয় ইত্যাদি বিষয়ে পাওয়ার পয়েন্ট স্লাইড প্রদর্শণ করে বিস্তারিত আলোচনা করা হয়। টিআইবি এরিয়া কোঅর্ডিনেটর মো: আরিফ হোসেন উক্ত ওরিয়েন্টেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানে সনাক সভাপতি অজয় কুমার পাল বলেন, নারী অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন একসূত্রে গাঁথা। টেকসই উন্নয়ন অর্জনের কর্মপরিকল্পনায় অভীষ্ট-৫ ও ১৬ কে বিশেষ গুরুত্ব দিয়ে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা প্রয়োজন। নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সাধারণ জনগণের ইতিবাচক মানসিকতা সৃষ্টির লক্ষ্যে এই ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচি নারী অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।