লম্বা কোচিং ক্যারিয়ারে ইউরোপের সফল ও বিখ্যাত সব ক্লাবের সঙ্গে কাজ করেছেন কার্লো আনচেলত্তি। তবে বরাবরই রিয়াল মাদ্রিদের সঙ্গে তার রসায়নটা ছিল একটু ভিন্ন। লস ব্লাঙ্কোসদের ডাগ আউটে বসে কার্লো যেমন ‘ডন’ উপাধি পেয়েছেন, ঠিক তেমনি তার পরিকল্পনার বাস্তবায়নে ধারাবাহিক সাফল্য পেয়েছে দল। তবে অবশেষে বিচ্ছেদ্য হয়েছে কার্লো আর রিয়ালের!
মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির সম্পর্ক এখানেই শেষ হলেও প্রেমটা বোধ হয় রয়েই যাবে! ক্লাব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের চাকরিও নিশ্চিত করে ফেলেছেন এই ইতালিয়ান কোচ। তবে রিয়ালের প্রতি তার আবেগটা এখনো ঠিক আগের মতোই।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদকে ভালোবেসে যাবো এবং তারাও আমাকে ভালোবাসবে। ক্লাবের কোচ পরিবর্তন করার দরকার হয়, এটাই জীবন। আমি খুব খুশি। রিয়াল মাদ্রিদের সাথে আমার কখনই কোনো সমস্যা হবে না। আমার কোনো আফসোস নেই।’
‘আমি এখানে আমার সময়টা উপভোগ করেছি। ভক্তদের সাথে আমার সম্পর্কটা দারুণ ছিল। আমাদের অবিস্মরণীয় কিছু কামব্যাকের সময় তারা শক্তি যুগিয়েছে এবং আমি নিশ্চিত যে ভক্তরা এগুলো ভুলে যাবে না।’-যোগ করেন তিনি।
রিয়াল ছাড়ার এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘কেউ যদি আমাকে বলত যে আমি এবার চার বছরের মধ্যে ১১টি শিরোপা জিতব, তাহলে আমি বলতাম যে এটা অসম্ভব। আমি কেন চলে যাচ্ছি, সেটা অনেকটাই আমাদের জীবনের প্রতিটি বিষয়ের মতোই সরল। সবকিছুরই একটা শেষ থাকে। আমি এখানে আমার সময় উপভোগ করেছি।’